ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ব্যাটিং গড় ১০১.৭৫!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
মুশফিকের ব্যাটিং গড় ১০১.৭৫! মুশফিকুর রহিম-ছবি:সংগৃহীত

২০১৭ সাল স্বপ্নের মতো কাটছে মুশফিকুর রহিমের। বিশেষ করে টেস্টে দারুণ ছন্দে রয়েছেন সাদা পোশাকের বাংলাদেশ অধিনায়ক। আর চমকপ্রদ খবর হলো চলতি বছরে এখন পর্যন্ত খেলা ইনিংসগুলো থেকে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১০১.৭৫! যা এক রকম অবিশ্বাস্য।

নিউজিল্যান্ড ও ভারতের পর শ্রীলঙ্কা সফরেও মুশফিকের ব্যাট হেসেছে। দলের কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৮৫ রানের অসাধারণ এক ইনিংস।

বাংলাদেশের প্রথম ইনিংসে যা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

এর আগে ওয়েলিংটনে দুই ইনিংসে যথাক্রমে করেছিলেন ১৫৯ ও ১৩। পরে ভারত সফরে হায়দ্রাবাদে একমাত্র টেস্টে দুই ইনিংসে করেন ১২৭ ও ২৩।

গল টেস্টে লঙ্কানরা প্রথম ইনিংসে ৪৯৪ রান করে। ১৯২ রানে টপঅর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ১০৬ রানের পার্টনারশিপ গড়েন মুশফিক।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।