ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম-তাসকিন-রিয়াদ-বিজয়রা নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
তামিম-তাসকিন-রিয়াদ-বিজয়রা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল পেতে কোনো সমস্যা না হলেও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিলামে উঠা বাকি চার বাংলাদেশি তারকা দল পাননি। বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াশ ধরে রেখেছে সাকিবকে।

আর এবারের নিলামে সাকিব ছাড়াও ছিলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

ওপেনার তামিম অবশ্য এর আগে ২০১৫ সালে সেন্ট লুসিয়া জুকসের হয়ে সিপিএল মাতিয়েছেন।

মাত্রই লাহোরে পিএসএলের ফাইনালে খেলে এসেছেন বিজয়। আর গ্রুপপর্বের ম্যাচে খেলেছেন সাকিব-তামিম-মাহমুদুল্লাহ।

সিপিএলের এবারের নিলামে মোট ২৫৮জন ক্রিকেটার ছিলেন। আগামী ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আসরটি অনুষ্ঠিত হবে।

নিলামের ড্রাফটে থাকা ২৫৮জন খেলোয়াড়ের মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে রাখা হয় বেশ কয়েকজন তারকাকে। ড্রাফটে অস্ট্রেলিয়ার ২৮, শ্রীলঙ্কার ১৯, নিউজিল্যান্ডের ১৭, দক্ষিণ আফ্রিকার ১৬, আফগানিস্তানের ৫, ইংল্যান্ডের ৪, জিম্বাবুয়ের ৪, আয়ারল্যান্ডের ৩, কানাডার ২, ওমান ও যুক্তরাষ্ট্রের ১ জন ক্রিকেটার ছিলেন। তবে সবচেয়ে বেশি ৪৬ জন খেলোয়াড় ছিল পাকিস্তানের।

জ্যামাইকা সাকিবকে নিতে খরচ করছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।