ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

থাকছেন মিরাজ; প্রস্তুতি ম্যাচে মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
থাকছেন মিরাজ; প্রস্তুতি ম্যাচে মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এশিয়ার আট জাতির অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে এ মাসের ২৭ তারিখে অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে টাইগার যুবা দলে মেহেদি হাসান মিরাজ খেলবেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শনিবার (১১ মার্চ) মিরপুরে গণমাধ্যমকে তিনি জানান, ‘টেস্ট শেষ করেই মিরাজ দেশে ফিরবে। ইমার্জিং কাপে তাকে রাখা হয়েছে।

’    

মিরাজ ছাড়াও টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার তালিকায় থাকা অন্য দুই ক্রিকেটার হলেন মুমিনুল হক ও কামরুল ইসলাম রাব্বি।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে চলতি মাসের ১৮ তারিখ ঢাকা ছাড়বে টাইগার ওয়ানডে দলের সদস্যরা।

তবে টাইগার ওয়ানডে স্কোয়াড এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্র জানিয়েছে আগামী সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই স্কোয়াড ঘোষণা করা হবে।

আর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়ার আগে নিজের সেরা প্রস্তুতি নিয়ে নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রানিং, বোলিং ও জিমে সময় দিচ্ছেন প্রতিনিয়ত। এর পাশাপাশি আগামী ১৬ মার্চ ফতুল্লায় অনূর্ধ্ব-২৩ দলের সাথে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবেন ম্যাশ।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।