ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কঠিন ভেন্যুতে বাংলাদেশের শততম টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
কঠিন ভেন্যুতে বাংলাদেশের শততম টেস্ট কঠিন ভেন্যুতে বাংলাদেশের শততম টেস্ট/ছবি: সংগৃহীত

কলম্বোর পি সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। ঐতিহাসিক ম্যাচটিতে মুশফিকদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। গল টেস্টের হতাশা ভুলে দুই ম্যাচ সিরিজে সমতা আনতে জয়ের বিকল্প নেই। কিন্তু, কলম্বোর ভেন্যুটির পরিসংখ্যানে তাকালে টাইগারদের অসহায় চিত্র স্পষ্ট!

পি সারা ওভালে আগের তিনটি টেস্টেই (২০০২, ২০০৫ ও ২০০৭) ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবতে হয়েছিল। সময়ের পরিক্রমায় সাদা পোশাকে বাংলাদেশ টিম আগের যেকোনো সময়ের চেয়ে পরিণত শক্তি।

এই মাঠে ইনিংস হারের দুঃস্বপ্ন অতীত। ইতিবাচক ফলাফলে শততম টেস্ট স্মরণীয় করে রাখতে চোখ রাখছে চন্ডিকা হাতুরুসিংহের শিষ্যরা।

আগামী বুধবার (১৫) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে। টেস্টের পর তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

গল টেস্টে (৮-১২ মার্চ) ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হেরে মাঠ ছাড়তে হয়। প্রসঙ্গত, এ সিরিজের আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অপরাজেয় ছিল বাংলাদেশ। এই ভেন্যুটিতে একটি ম্যাচই খেলেছিল। কখনো ওয়ানডে বা টি-২০ খেলার সুযোগ হয়নি।

২০১৩ সালের মার্চে দাপটের সঙ্গেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ড্রয়ের কীর্তি গড়েছিল টাইগাররা। আট সেঞ্চুরির ম্যাচটিতে ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। ১৯০ রানের ঝলমলে ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। চার বছর পর গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হলেও সাফল্যের পুনরাবৃত্তি টানতে ব্যর্থ টিম বাংলাদেশ। সামনে পি সারা ওভালের চ্যালেঞ্জ!

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।