ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের কোচ হিসেবে আসছেন দ্রাবিড়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
কোহলিদের কোচ হিসেবে আসছেন দ্রাবিড়! ছবি: সংগৃহীত

এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের গরম খবর, চলতি সিরিজের পরেই দায়িত্ব হারাচ্ছেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ অনিল কুম্বলে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। আর ভারতের ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়ের অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে বিরাট কোহলির দল।

অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজ শেষে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পরিচালকের দায়িত্বে দেখা যেতে পারে কুম্বলেকে। ভারতীয় সাবেক এই কিংবদন্তি স্পিনার টিম ডিরেক্টর হলে, তার জায়গায় কোচ হিসেবে আসবেন দ্রাবিড়।

বর্তমানে ভারত ‘এ’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়।

ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগকৃত প্রশাসনিক কমিটির সিদ্ধান্তে ভারতীয় বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন আনা হচ্ছে বলে জানা যায়। ফলে, কোচ হিসেবে এটাই হতে পারে কুম্বলের শেষ সিরিজ। আগামী ১৪ এপ্রিল থেকে নতুন দায়িত্বে দেখা যেতে পারে তাকে।

গত বছরের জুনে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন কুম্বলে। কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরু হয়েছিল তার। ক্যারিবীয় সফরে কোহলির দল ২-০তে সিরিজ নিশ্চিত করে। এরপর নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে সিরিজে হারায়। সফরকারী ইংল্যান্ডকে টেস্ট সিরিজে একরকম উড়িয়েই দেয়। পরে বাংলাদেশের বিপক্ষেও টেস্টে জয়ের ধারায় ছিল কুম্বলের শিষ্যরা। টেস্টে ভারতকে এক নম্বরেও নিয়েছেন কুম্বলে।

এর আগে দ্রাবিড়কে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল বিসিসিআই। তবে, সে প্রস্তাবে রাজী হননি তিনি। জানিয়েছিলেন আগামীর ক্রিকেটার তৈরিতেই তিনি সময় দিতে চান। ফলে, ভারত ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হয় তার ওপর। এছাড়া, অনূর্ধ্ব-১৯ দলের দেখাশোনাও করেন দ্রাবিড়। এবার হয়তো জাতীয় দলে কোচ হিসেবেই দেখা মিলতে পারে তার।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।