ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির সাথে থাকছেন বাকিরাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
মাশরাফির সাথে থাকছেন বাকিরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী শনিবার (১৮ মার্চ) ঢাকা ছাড়বে ওয়ানডে দলের বাকি সদস্যরা। অধিনায়ক মাশরাফির সাথে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে লঙ্কা সফরকে সামনে রেখে ওয়ানডে দলে জায়গা পাওয়া এই মুহূর্তে দেশে অবস্থানরত বাকি টাইগার সদস্যরাও।

আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমার্জিং কাপের অংশ নেয়া যুবাদের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

রোববার (১২ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক হাবিবুল বাশার সুমন।


 
বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরে সুমন জানান, ‘এই মুহূর্তে ওয়ানডে দলের যারা আছেন; যেমন মাশরাফিসহ অন্যান্যরা ১৬ তারিখের ম্যাচটি খেলবেন। যেহেতু অনেকদিন ধরে তারা ওয়ানডে খেলছে না, বিসিএল খেলছিল তাই ১৬ তারিখ ম্যাচটা তারা সবাই খেলবে। এটা তাদের জন্য একটা সুযোগ। ’

আর কারা খেলবেন এই ম্যাচে? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সুমন জানান, ‘ইমার্জিং কাপের জন্য আমরা ২০ জনের যে স্কোয়াড দিয়েছি সেখান থেকে ও জাতীয় দলের হয়ে যারা শ্রীলঙ্কা যাবেন তাদের মধ্যে একটি কম্বিনেশন তৈরি করে ম্যাচটির একাদশ সাজানো হবে। ’

এশিয়ার ৮ জাতির অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে আসন্ন ইমার্জিং কাপে অংশ নেয়া আইসিসি’র টেস্ট খেলুড়ে চারটি দেশ তাদের নিজ নিজ দলে খেলাতে পারবে জাতীয় দলের চারজন করে প্লেয়ার। আইসিসি’র টেস্ট খেলুড়ে দেশ হওয়ায় বাংলাদেশও সুযোগটি পাচ্ছে। তবে স্বাগতিক দেশটির দলে জাতীয় দলের কোন চার ক্রিকেটার খেলবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করে বলতে পারছেন না সুমন।

তিনি আরও জানান, ‘ইমার্জিং কাপে আমরা জাতীয় দলের যে চারজন প্লেয়ারকে নিয়ে ভাবছি, তারা কারা সেটা শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দল ঘোষণার পর সিদ্ধান্ত নেব। ওখান থেকে যারা বাদ পড়বে তাদের মধ্যে সেরাদের নিয়েই দল ঠিক করবো। বাকি যে ১১ জন যাদের অনূর্ধ্ব-২৩ দল হিসেবে বিবেচনা করছি, তাদেরকে ঠিক করবো ১৬ ও ১৮ মার্চের প্রস্তুতি ম্যাচ দেখে। ১৯ কিংবা ২০ তারিখে সেটি জানানো হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।