ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৪৩৮ রানের টি-টোয়েন্টিতে নবীর ব্যাটে ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
৪৩৮ রানের টি-টোয়েন্টিতে নবীর ব্যাটে ঝড় ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন আফগানিস্তানের সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে আয়ারল্যান্ডের বোলারদের সীমানা ছাড়া করেছেন ১৫বার। সিরিজ জেতার পাশাপাশি আফগানরা জিতেছে টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ।

২৮ রানের জয় পাওয়া ম্যাচটিতে আফগানিস্তান আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৩ রান। জবাবে, কম যায়নি আইরিশরা।

৪ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে তুলেছে ২০৫ রান। দুই দলের দুই ইনিংস মিলিয়ে মোট রান উঠেছে ৪৩৮ রান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে সিরিজ জিতেছে আফগানিস্তান।

এই ম্যাচের মধ্যদিয়ে আরেকটি বিগ স্কোরিং টি-টোয়েন্টি দেখলো ক্রিকেট বিশ্ব। দলীয় সর্বোচ্চ রান তোলার তালিকায় এক নম্বরে ২৬৩ রান করা অস্ট্রেলিয়া। আফগানিস্তানের করা ২৩৩ রান থেকে গেল আট নম্বরে। শেষ ৬ ওভারেই আফগানদের ওঠে ১০৪ রান!

আগে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের ওপেনার মোজাম্মদ শাহজাদও কম যাননি। ৪৩ বলে ৬টি চার আর ৫টি ছক্কায় করেন ৭২ রান। সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ নবী। মাত্র ৩১ মিনিট উইকেটে ছিলেন তিনি। তার তাতেই আইরিশ বোলারদের দিশেহারা করে তোলেন।

৩০ বল মোকাবেলা করে ব্যাটে ঝড় তোলা নবী ৬টি চারের পাশাপাশি ৯টি ছক্কা হাঁকান। ৮৯ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে কেভিন ও’ব্রাইন ৪ ওভারে ৪৫ রান খরচায় তুলে নেন চারটি উইকেট।

২৩৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে অলআউট হয় আয়ারল্যান্ড। ওপেনার পল স্টারলিং ২০ বলে ৬টি চার আর তিনটি ছক্কায় করেন ৪৯ রান। স্টুয়ার্ট থম্পসন ১৮ বলে দুটি চার আর ৫টি ছক্কায় করেন ৪৩ রান। ৪.২ ওভার থেকেই এই দুই ওপেনার তুলে নেন ৬৫ রান।

উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্যারি উইলসন ৩৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। আফগানদের হয়ে তিনটি উইকেট নেন রশিদ খান। দুটি করে উইকেট পান আমির হামজা এবং করিম জানাত। একটি করে উইকেট দখল করেন নবী ও শাপুর জাদরান।

ম্যাচ সেরা হন নবী আর সিরিজ সেরা হন রশিদ খান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।