ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ মাস মাঠের বাইরে মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
৯ মাস মাঠের বাইরে মার্শ ছবি: সংগৃহীত

কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুটি টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে দেশে ফিরে যেতে হয় তাকে। তিনি পুনে ও বেঙ্গালুরুতে দুটি টেস্টেই খেলেছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়, কাঁধের ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে মিচেল মার্শকে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে এই অলরাউন্ডারের প্রায় ৯ মাস সময় লাগবে।

ভারতে দুই টেস্টের চার ইনিংসে মার্শের ব্যাট থেকে আসে মাত্র ৪৮ রান। প্রথম টেস্টে বল করেননি তিনি। তবে দ্বিতীয় টেস্টে পাঁচ ওভার করেছেন।

চলতি বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মার্শের অংশগ্রহণের আশা প্রায় শেষ।

আগামী ১৬ মার্চ থেকে রাঁচিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। বেঙ্গলুরু টেস্টে অজিদের ৭৫ রানে হারায় ভারত। তার আগে পুনেতে অজিদের বিপক্ষে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। ফলে চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় আছে দু’দল।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।