গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয়। সেই হতাশা ভুলে এবার পি সারা ওভালে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
এদিকে, আবারো উইকেটকিপিং গ্লাভস হাতে নিচ্ছেন মুশফিকুর রহিম। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে বলের আঘাতে ছিটকে গেছেন লিটন দাস। গলে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন লিটন। পেসার শুভাশিস রায়ের জায়গায় একাদশে ঢুকতে পারেন কামরুল ইসলাম রাব্বি বা রুবেল হোসেন। অতিরিক্ত স্পিনার নিয়ে খেললে আসতে পারেন তাইজুল ইসলাম।
একাদশে ফিরছেন ফিটনেস সমস্যা কাটিয়ে দলে ফেরা ইমরুল কায়েস ও গল টেস্টে সুযোগ না পাওয়া সাব্বির রহমান। লিটনের পরিবর্তে খেলতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি / রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারাত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৭
এমআরএম