শাস্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে ১৪ দিন সময় পাচ্ছেন ওপেনার শাহজাইব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান। পিসিবি ঘটনা তদন্ত করে এ সিদ্ধান্ত নেয়।
পিসিএলের এবারের আসরে ঝড় তুলেছিল স্পট ফিক্সিং কেলেঙ্কারি। দুবাই থেকে ফেরত পাঠানোর পর ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা শারজিল খান ও খালিদ লতিফ সাময়িক নিষেধাজ্ঞার আওতায় পড়েন। নাসির জামশেদকে গ্রেফতার করেছিল যুক্তরাজ্য পুলিশ।
বাজিকরদের কাছ থেকে বেশ কয়েকবার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বলে পিসিবি ট্রাইব্যুনালে স্বীকার করেন ইরফান। পিসিবির দুর্নীতি বিরোধী আইনের নিয়ম অনুযায়ী, কারো কাছ থেকে ফিক্সিংয়ের মতো অন্যায় প্রস্তাব ফেলে তা কর্তৃপক্ষকে দ্রুত জানাতে হবে। অবশ্য তা করেননি ৩৪ বছর বয়সী ইরফান। আত্মপক্ষ সমর্থন করেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে বাবা ও এ বছরের জানুয়ারিতে মায়ের মৃত্যুর কথা তুলে ধরেন। এ কারণেই স্পট ফিক্সিং প্রস্তাবের বিষয়টি অবগত করতে পারেননি বলে তার দাবি।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৭
এমআরপি