মাশরাফি জানান, ‘সাকিব ও মুশফিক এর আগেও বড় পার্টনারশিপ দিয়েছে। এখন যদি বোলাররা ভালো বল করে শ্রীলঙ্কাকে আটকে দিতে পারে তাহলে ফলাফল আমাদের পক্ষে যেতে পারে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ আসরের নাম নিবন্ধনের পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের হয়ে নাম লিখিয়েছেন।
মাশরাফির আসার কথা ছিল বিকেলে। ভুলে এই কাপ্তান মতিঝিলস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলে গেলে মিরপুরে বিসিবিতে আসতে একটু কালক্ষেপণ হয়। তবে সন্ধ্যার পরের ঝিমিয়ে থাকা পরিবেশ চাঙ্গা করেছেন বিসিবিতে পা রেখেই।
এসেই সরাসরি নাম নিবন্ধন করেন। ফাঁকে এক শিশুর সঙ্গেও দুষ্টুমিতে মেতে উঠেছিলেন ম্যাশ। যাওয়ার আগে শ্রীলঙ্কা সফর নিয়ে কথাও বলেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে আগামীকাল ঢাকা ত্যাগ করবে মাশরাফি বাহিনী। ইতোমধ্যে টাইগারদের ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ উপহার দেয়ার আশাবাদী টাইগার বাহিনীর ওয়ানডে ও টি-টোয়েন্টির কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি