ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ ইনিংসে ব্যাট হাতে শীর্ষে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
চতুর্থ ইনিংসে ব্যাট হাতে শীর্ষে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কলম্বো টেস্ট টাইগারদের জন্য ঐতিহাসিক টেস্ট। শততম টেস্টে এসে তামিম ইকবালও যেন নিজেকে বিলিয়ে দেন চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে। টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক হাঁকিয়ে ৮২ রানে থামেন তিনি।

সাকিব, মুশফিকদের টপকে টাইগারদের সাদা পোশাকে চতুর্থ ইনিংসে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

এই ইনিংসের মধ্যদিয়ে শীর্ষে থাকা সাকিবকে টপকে গেলেন তামিম।

চতুর্থ ইনিংসে ব্যাট হাতে নেমে সাকিব ৬০১ রান করেছিলেন। যেখানে তার ছিল একটি সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরি। তামিম চতুর্থ ইনিংসে ব্যাট হাতে নেমে সাকিবের সর্বোচ্চ রান টপকে গেছে। তামিম চারটি অর্ধশতকের মাইলফলকও ছুঁয়েছেন চতুর্থ ইনিংসে।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। চতুর্থ ইনিংসে তিনটি অর্ধশতক হাঁকানো মুশফিক করেছেন ৫৮০ রান। মোহাম্মদ আশরাফুল চতুর্থ স্থানে থেকে করেছেন ৩১৯ রান।

কলম্বো টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১২৫ বলে সাতটি চার আর একটি ছক্কায় তামিম ৮২ রান করেন। বিগ শট নিতে গিয়ে পেরেরা বলে চান্দিমালের তালুবন্দি হন তিনি। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিমের নামের পাশে এখন ৬০৫ রান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।