টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক হাঁকিয়ে ৮২ রানে থামেন তামিম। সাকিব, মুশফিকদের টপকে টাইগারদের সাদা পোশাকে চতুর্থ ইনিংসে তখন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লেখান তামিম।
চতুর্থ ইনিংসে ব্যাট হাতে নেমে সাকিব ৬১৬ রান করেন। যেখানে তার একটি সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরি। এই ইনিংসের মধ্যদিয়েই শীর্ষে থাকা সাকিবকে টপকে যাওয়ার পথে তামিম করেছিলেন ৬০৫ রান। তামিম ব্যাট হাতে নেমে চারটি অর্ধশতকের মাইলফলকও ছুঁয়েছেন চতুর্থ ইনিংসে। তামিম-সাকিব দু’জনই ১৮ বার চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। চতুর্থ ইনিংসে ১৭ বার ব্যাটিংয়ে নেমে একটি শতক আর তিনটি অর্ধশতক হাঁকানো মুশফিক করেছেন ৬০২ রান। আজকের ইনিংসে অপরাজিত থাকেন ২২ রান করে। ১১ বার ব্যাট হাতে নেমে মোহাম্মদ আশরাফুল চতুর্থ স্থানে থেকে করেছেন ৩১৯ রান।
কলম্বো টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১২৫ বলে সাতটি চার আর একটি ছক্কায় তামিম ৮২ রান করেন। বিগ শট নিতে গিয়ে পেরেরার বলে চান্দিমালের তালুবন্দি হন তিনি। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিমের নামের পাশে এখন ৬০৫ রান।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৭
এমআরপি