আইপিএলের দশম আসর থেকে ডুমিনির নাম প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডুমিনির জায়গায় কাকে দলে নেওয়া হবে তা জানানো হয়নি।
ডুমিনির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী হেমন্ত জানান, ‘আসন্ন আসরে ডুমিনিকে না পাওয়ায় স্বাভাবিকভাবে আমরা হতাশ। খুব শিগগিরই তার জায়গায় কে আসছে তা জানিয়ে দেওয়া হবে। ডুমিনির সিদ্ধান্তকে ক্লাব সম্মান জানাচ্ছে। ’
দিল্লি ডুমিনির সিদ্ধান্তকে মেনে নেওয়ায় ধন্যবাদ জানান তিনি। দিল্লির সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে তিনি পাঁচ নম্বরে। ৩৮ ম্যাচে ১৩০.৭৯ স্ট্রাইকে ১ হাজার ১৫ রান করেছেন ডুমিনি। আগেরবার দলের অধিনায়ক ছিলেন জহির খান। তার ইনজুরিতে দুই ম্যাচের জন্য দায়িত্ব পালন করেন ডুমিনি।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২০ মার্চ ২০১৭
এমআরপি