সোমবার (২০ মার্চ) অনুষ্ঠিত ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’র ফাইনালে চমৎকার বোলিং প্রদর্শন করেন শামি। চারটি উইকেট নেন।
শামিকে নিয়ে কোহলির ভাষ্য, ‘আমরা তাকে (শামি) খেলতে পাঠিয়েছিলাম, তাকে ম্যাচ প্র্যাকটিসে রাখতে চেয়েছিলাম। নির্বাচকদের সঙ্গে আমার এখনো কথা হয়নি। কিন্তু, পরবর্তী টেস্টের জন্য সব রকম সম্ভাবনা রয়েছে। ’
তিন ম্যাচ শেষে ১-১ সমতায় ভারত ও অস্ট্রেলিয়া। পুনে টেস্টে ভরাডুবির পর বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। সবশেষ রাঁচি টেস্ট ড্রয়ে নিষ্পত্তি হয়। ধর্মশালায় আগামী শনিবার (২৫ মার্চ) চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দু’দল।
ভারতের জার্সিতে এখন পর্যন্ত ২২ টেস্টে ৭৬টি উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী শামি। সাদা পোশাকে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্টে। ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এ ডানহাতি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমআরএম