ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে বাংলাদেশের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
র‌্যাংকিংয়ে বাংলাদেশের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ র‌্যাংকিংয়ে বাংলাদেশের ছয়ে ওঠার সূবর্ণ সুযোগ/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে র‌্যাংকিংয়ে চোখ রাখছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ষষ্ঠ স্থানে ওঠার সুবর্ণ সুযোগ মাশরাফিদের সামনে। শততম টেস্ট জয়ের মধ্য দিয়ে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা।

শনিবার (২৫ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা ‍শুরু ‍বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

একই গ্রাউন্ডে একই সময়ে দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ। কলম্বোয় ১ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে। ওডিআই সিরিজের পর থাকছে দু’টি টি-টোয়েন্টি (৪ ও ৬ এপ্রিল)।

আগামী ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে স্বাগতিক দেশ ইংল্যান্ড ও অন্য সাতটি শীর্ষ টিম সরাসরি ২০১৯ ওয়ার্ল্ডকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বলা বাহুল্য, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে শীর্ষ ‍আটে থেকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (১ জুন শুরু) নাম লেখায় টিম বাংলাদেশ।

ওয়ানডে টিম র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান। রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯১। ২ রেটিং পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে পাকিস্তান। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে উজ্জীবিত মুশফিক-সাকিব-তামিম-মোস্তাফিজরা। এবার সীমিত ওভারের সিরিজের মিশনে প্রস্তুতি নেওয়ার সময়। টাইগারদের সামনে স্বাগতিকদের টপকে ছয় নম্বরে ওঠার অনন্য সুযোগ।

সেক্ষেত্রে অপেক্ষাকৃত অনভিজ্ঞ লঙ্কান দলকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। হোয়াইটওয়াশ করতে পারলে দু’দলের রেটিং পয়েন্ট হবে সমান ৯৬। তবে পয়েন্টের ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকবে সফরকারীরা।

২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিততে পারলেও রেটিং পয়েন্টে ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়ার বিপরীতে ১ রেটিং পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। দু’দলের রেটিং পয়েন্টের ব্যবধান কমে আসবে চারে।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থানধারী দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৯। ১ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে প্রোটিয়াদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। তিনে নিউজিল্যান্ড (১১৩)। ১১২ রেটিং পয়েন্টে কিউইদের টপকাতে ছুটছে ভারত। পাঁচে ইংল্যান্ড (১০৮)।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।