হ্যামিল্টন টেস্টের (২৫ মার্চ শুরু) স্কোয়াডে কোনো পরিবর্তন আনার আগে ডি ককের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করবে প্রোটিয়ারা। বুধবার (২২ মার্চ) দলের ট্রেনিংয়ে শুরুতে উপস্থিত না থাকলেও পরে যোগ দেন তিনি।
সিরিজ বাঁচানোর তৃতীয় টেস্ট সামনে রেখে স্বাগতিক নিউজিল্যান্ড শিবিরেও ইনজুরি উদ্বেগ। পায়ের ইনজুরি কাটিয়ে উঠতে লড়াই করছেন পেস সেনসেশন ট্রেন্ট বোল্ট। গত দুইদিন তিনি হালকা বোলিং অনুশীলন করেছেন। কিন্তু, কিউই উইকেটরক্ষক বিজে ওয়াটলিং বলেছেন ওয়েলিংটন টেস্ট মিস করা বোল্ট এখনো শতভাগ ফিট নন।
তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে দ. আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ডানেডিন টেস্ট (৮-১২ মার্চ) ড্রয়ের পর আট উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাত্র তিন দিনেই শেষ হয় ওয়েলিংটন টেস্ট। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের সামনে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমআরএম