ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টসে জিতে ফিল্ডিং নেওয়া টাইগাররা নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৫৫ রানের বড় টার্গেট পায়। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রানের বিশাল এই সংগ্রহ করে।
শুরু থেকেই এদিন বাংলাদেশি বোলাররা রান দিতে ব্যস্ত থাকেন। ফলে স্বাগতিক দলের প্রায় সবাই রানের দেখা পায়।
সর্বোচ্চ ৬৭ রান করে রুবেল হোসেনের বলে আউট হন সানদুন উইরাকোদোয়। ৬৪ করে অবসরে যান ওপেনার কুশাল পেরেরা।
৫২ রান করে রান আউটের শিকার হন ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া ৪১ রান করেন থিসারা পেরেরা। সফরকারী বোলারদের মধ্যে একটি করে উইকেট পান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান ও সানজামুল ইসলাম।
প্রস্তুতি ম্যাচ, তাই দু’দলের ১৮ জন করে খেলোয়াড় খেলছেন। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ১১জন করেই খেলতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।