ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কলম্বোতে মাশরাফি ঝড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
কলম্বোতে মাশরাফি ঝড় মাশরাফি বিন মর্তুজা-ছবি:সংগৃহীত

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটে ঝড় তুললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাত্র ২৮ বলে চারটি বাউন্ডারি ও সমান ওভার বাউন্ডারিতে তুলে নেন হাফসেঞ্চুরি। 

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৩৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য, সাব্বির ও মোসাদ্দেকের ব্যাটে ভালো শুরু করে সফরকারীরা।

কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

তবে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মাশরাফি। দলকে টেনে তোলার চেষ্টায় ব্যাটে তোলেন ঝড়। একের পর এক চার আর ছক্কার বিনোদন দেন। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৮ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন...
৩৫৪ রান তাড়া করে বাংলাদেশের ৩৫২

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।