ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই লিগের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুর রহমান খোকন, যুগ্ন সম্পাদক দীপক কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ক্রিকেট লিগের আহবায়ক আহসানুল রহমান পাপ্পু প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী বনাম স্টার ক্লাব।

১ম বিভাগ ক্রিকেট লিগে জেলার ১২টি ক্লাব অংশ গ্রহন করছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।