ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

টাঙ্গাইল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মাহবুব আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস, বয়স ভিত্তিক নির্বাচক হান্নান সরকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.হাসান ফিরোজ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় রবিশাল বিভাগ বনাম রাজশাহী বিভাগ। প্রতিযোগিতায় রবিশাল, রাজশাহী, খুলনা, চট্রগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোর অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।