ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালায় কোহলির খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ধর্মশালায় কোহলির খেলা নিয়ে সংশয় বিরাট কোহলি/ছবি: সংগৃহীত

বিরাট কোহলির কাঁধের ইনজুরি ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ধর্মশালা টেস্টে অধিনায়কের ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন প্রস্তুতি ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান তরুণ শ্রেয়াস আয়ার।

কোহলির খেলা নিয়ে জোরালো সংশয় দেখা দিয়েছে। টেস্ট শুরুর দু’দিন আগে পেইনকিলিং ইনজেকশন নিয়েছেন।

সবশেষ অনুশীলন সেশনে নেটে ব্যাটিং করেননি। শুক্রবার (২৪ মার্চ) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ২২ বছর বয়সী আয়ারের।

রাঁচি টেস্টের (১৬-২০ মার্চ) প্রথম দিনে ডাইভ দিয়ে বল থামাতে দিয়ে কাঁধে আঘাত পান কোহলি। অজিদের প্রথম ইনিংসের বাকি সময়ে থাকেন মাঠের বাইরে। কিন্তু, পরে স্বাভাবিক ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন এবং দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করেন। যদিও স্লিপে ফিল্ডিং করেন এমনকি স্পিনারদের বোলিংয়েও। যেখানে তার এরিয়া সাধারণত কাভার বা মিডউইকেট।

শনিবার (২৫ মার্চ) চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। ধর্মশালায় খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়। এ ম্যাচের ফলাফলই সিরিজ নির্ধারণ করে দেবে। ১-১ সমতা বিরাজ করছে। পুনেতে ভরাডুবির পর বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। রাঁচিতে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।