ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাহিরের পৌষ মাস, মার্শের সর্বনাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
তাহিরের পৌষ মাস, মার্শের সর্বনাশ ছবি: সংগৃহীত

আইপিএলের দশম আসরের নিলামে অবিক্রিত থাকা দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের ভাগ্য খুলেছেই বলা যায়। আসন্ন এই মেগা ইভেন্টে অবশেষে দল পেয়েছেন তাহির।

আগামী ৫ এপ্রিল মাঠে গড়াচ্ছে আইপিএলের দশম আসর।

আইপিএলের এই আসরে দক্ষিণ আফ্রিকার এই স্পিনারকে টেনেছে মহেন্দ্র সিং ধোনির দল।

রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলবেন তাহির।

ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ কাঁধের ইনজুরিতে পড়েন। ফলে, আইপিএলের দল পুনে থেকেও ছিটকে যাচ্ছেন তিনি। তারই জায়গায় ‘অবিকৃত’ তাহিরকে দলে টানে ফ্রাঞ্চাইজিটি। একেই বোধ হয় বলে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’।

গত মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন তাহির।

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়, কাঁধের ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে মিচেল মার্শকে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে এই অলরাউন্ডারের প্রায় ৯ মাস সময় লাগবে। চলতি বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মার্শের অংশগ্রহণের আশা প্রায় শেষ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।