ঢাকা মেট্রোর হয়ে খেলা এই মিডল অর্ডারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৯ রান। তার এমন ব্যাটিং দৈন্যতায় ভক্তরা হতাশ হয়েছেন বলে মনে করছেন তিনি।
শনিবার (২৫ মার্চ) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে তিনি এমন প্রত্যাশার কথা শোনান, ‘গত চার বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারিনি। এবার কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবো। তাই অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য হলো ভালো কিছু করার। তাছাড়া জাতীয় লিগে বড় কোন ইনিংস খেলতে পারিনি। আমার যারা ভক্ত তারা আমার বড় ইনিংস দেখবে বলে অপেক্ষা করছে। ’
বাংলাদেশের ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আমাদের দেশের সব চেয়ে বড় মর্যাদার ক্রিকেট। এখানে যারা ভালো খেলে তাদেরই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ’
আর লিগে নিজ লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘কলাবাগানের হয়ে ভালো কিছু করার ইচ্ছে আছে। আর সেটা পারলে দলকে সুপার লিগে পৌঁছে দিতে পারবো। আমরা যদি আমাদের সেরাটি দিতে পারি তাহলে ভালো কিছু সম্ভব। ’
এদিকে প্রিমিয়ার লিগকে সামনে রেখে দলের প্রস্তুতি প্রসঙ্গে জানালেন, ‘১৯ মার্চ থেকে কলাবাগানের প্রস্তুতি শুরু হয়েছে। দলের পাশাপাশি নিজে নিজেতো করছিই। প্রতিদিন রানিং ও জিম করছি। খেলা শুরু হতে এখনও দুই সপ্তাহ বাকি। এই ক’দিন যদি ঠিকমতো অনুশীলন করি তাহলে ফিটনেস শতভাগ ফিরে পাব বলে আশা করছি। ’
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি