ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের হারিয়ে পাকিস্তানের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ক্যারিবীয়দের হারিয়ে পাকিস্তানের লিড ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি ম্যাচ মনেই হয়নি। কেমন যেন একপেশে ভাবে জিতে নিল পাকিস্তান। চার ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে সহজ হারালো সরফরাজ আহমেদ বাহিনী। আর এ জয়ের ফলে সিরিজে লিড নিল দলটি।

প্রথমে ব্যাট করে ক্যারিবীয়রা নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১১১ রান করতে সমর্থ হয়। জবাবে ১৭ বল বাকি থাকতে ১১৫ করে মাঠ ছাড়ে পাকিস্তান।

বার্বাডোজে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শোয়েব মালিকের ৩৮, বাবর আজমের ২৯ ও কামরান আকমলের ২২ রানে ভর করে জয় তুলে নেয় পাকিস্তান। জেসন হোল্ডার সর্বোচ্চ দুটি উইকেট পান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কার্লোস ব্র্যাথওয়েটরা। তবে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া শাহদাব খান তিন উইকেট দখল করেন।

আগামী ৩০ মার্চ পোর্ট অব স্পেনে সিরিজে দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।