ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২ রানে এগিয়ে থেকে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
৩২ রানে এগিয়ে থেকে অলআউট ভারত ধর্মশালা টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৩২ রানে এগিয়ে থেকে অলআউট ভারত/ছবি: সংগৃহীত

সাহা-জাদেজার সপ্তম উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার ৩০০ রানের জবাবে ৩২ রানের লিড নিয়ে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে কোহলি বিহীন ভারত। সিরিজ নির্ধারণী ধর্মশালা টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩২ রান তোলে স্বাগতিকরা। চার ম্যাচ সিরিজে ১-১ সমতা।

দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় অজি বোলাররা। শেষ ১৫ রানে বাকি চার উইকেটের পতন ঘটে।

সোমবার (২৭ মার্চ) ছয় উইকেটে ২৪৮ নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন ঋদ্ধিমান সাহা ও রবিন্দ্র জাদেজা।

দু’জনের ৯৬ রানের পার্টনিরশিপে লিডের ভিত পায় টিম ইন্ডিয়া। সাহা ৩১ ও জাদেজার ব্যাট থেকে আসে ৬৩। দলের হয়ে ওপেনার লোকেশ রাহুল (৬০) ও চেতশ্বর পূজারাও (৫৭) অর্ধশতক হাঁকান। ইনজুরি আক্রান্ত বিরাট কোহলির জায়গায় অধিনায়কত্ব করা অজিঙ্কা রাহানে ৪৬ রান করে আউট হন।

একাই পাঁচটি উইকেট দখল করেন অফস্পিনার নাথান লিওন। সাহা ও জাদেজাকে ফেরানো পেসার প্যাট কামিন্স নেন তিনটি। বাকি দুই উইকেট জস হ্যাজেলউড ও স্টিভ ও’কিফির।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।