ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কপিল দেবের কীর্তিতে জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
কপিল দেবের কীর্তিতে জাদেজা অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে উজ্জ্বল রবিন্দ্র জাদেজা/ছবি: সংগৃহীত

নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন টেস্টের নাম্বার ওয়ান বোলার রবিন্দ্র জাদেজা। তৃতীয় ক্রিকেটার হিসেবে এক মৌসুমে পাঁচশ’র বেশি রান ও ৫০টির অধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার।

ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে একটি উইকেট নিলেও ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন জাদেজা। অজিদের ৩০০ রানের জবাবে দলকে লিড (৩২) এনে দিতে ৬৩ রানের কার্যকরী ইনিংস উপহার দেন তিনি।

সপ্তম উইকেট জুটিতে ঋদ্ধিমান সাহাকে নিয়ে গড়েন ৯৬ রানের জুটি। চার ম্যাচ সিরিজে ১-১ সমতা।  

জাদেজার আগে আরও দু’জন এক সিজনে পাঁচশ’র অধিক রান ও পঞ্চাশটির বেশি উইকেট নেওয়ার কীর্তিতে নাম লিখিয়েছিলেন। ১৯৭৯-৮০ মৌসুমে প্রথমবার এমন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জাদেজার স্বদেশী কিংবদন্তি কপিল দেব। ২০০৮-০৯ এ করে দেখান অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা মিচেল জনসন।

ক্যারিয়ারের ৩০তম টেস্ট খেলছেন ২৮ বছর বয়সী জাদেজা। এরই মধ্যে ১ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন এ বাঁহাতি স্পিন অলরাউন্ডার। আগের ২৯ ম্যাচে ২৭.৪৪ গড়ে করেন ৯৮৮। ছয়টি অর্ধশতক হাঁকালেও এখনো সেঞ্চুরির দেখা পাননি। উইকেট নিয়েছেন ১৩৮টি (ধর্মশালা টেস্ট বাদে)।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।