ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুল-নাসিরের পারফরম্যান্সই তাতিয়েছে সাইফকে

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
মুমিনুল-নাসিরের পারফরম্যান্সই তাতিয়েছে সাইফকে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি হাতে সাইফ হাসান। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে: অনেকদিন ধরেই দেশের সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের একজন তিনি। ভবিষ্যতে জাতীয় দলে যে কজন নতুন মুখ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে-সেই তালিকায় তার নামটাও আসে বারবার। তিনি সাইফ হাসান। অনুর্ধ্ব-১৯ এর বর্তমান অধিনায়ক।

জাতীয় লিগ কিংবা বিভিন্ন দলের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেললেও বড় টুর্নামেন্টে ভালো করতে পারছিলেন না অনেকদিন ধরে। গত বছর দেশের মাটিতে হওয়া ছোটদের বিশ্বকাপে ছিলেন চূড়ান্ত ফ্লপ।


সাইফ

তবে সাইফের সেই দৈন্যদশা যেন দূর হল। ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম ম্যাচেই ওপেনিংয়ে নেমে করলেন ৪৭ বলে ৫৭ রানের দূরন্ত ইনিংস। তার ওপর আঁটোসাঁটো ব্যাটিং করেন বলে এই তরুণের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তারও যেন ছোট্ট জবাব দিলেন-দুর্দান্ত সব শট খেলে। ৯টি চার আর একটি ছয়ের মারে ইনিংস সাজানো এই তরুণ উদ্বোধনী ম্যাচে হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচও।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম। তার ফলাফল পেলাম। এই ইনিংস আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ’
সাইফ
বেশ আঁটোসাঁটো খেলতেন আগে, কিন্তু আজ দেখা গেল বেশ মেরেই খেলেছেন-কারণ কী? এমন প্রশ্নে বলেন, ‘গত বছর হওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর নিজের ব্যাটিং স্টাইলের বেশ পরিবর্তন এনেছি। আর আজ ভালো পারফরম্যান্স করার পেছনে প্রেরণা জুগিয়েছে সিনিয়রদের পারফরম্যান্স। মুমিনুল ভাই, নাসির ভাই দুর্দান্ত বোলিং করেছেন। আমারও তাই তাড়না ছিল ব্যাটিংয়ে নেমে কিছু করার। আমি সফল হয়েছি। ’
সাইফ
এই ম্যাচ পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে পরবর্তী ম্যাচগুলো আরও সহজভাবে খেলতে পারবো। এছাড়া আমাদের দলে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাকে সহযোগিতা করবে। আর এসব প্লাটফর্মে ভালো পারফরম্যান্স করতে পারলে এগিয়ে যাওয়ার বাঁধাটা কমে যায়। ’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।