ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিততে কোহলিহীন ভারতের টার্গেট ১০৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
সিরিজ জিততে কোহলিহীন ভারতের টার্গেট ১০৬ ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার করা ৩০০ রানের জবাবে ৩২ রানের লিড নিয়ে নিজেদের প্রথম ইনিংস শেষ করে কোহলি বিহীন ভারত। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানেই গুটিয়ে গেছে অজিরা। ফলে, আজিঙ্কা রাহানের নেতৃত্বে থাকা টিম ইন্ডিয়ার সিরিজ নিশ্চিতে দরকার ১০৬ রান।

সিরিজ নির্ধারণী ধর্মশালা টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩২ রান তোলে স্বাগতিকরা। চার ম্যাচ সিরিজে ১-১ সমতা।

প্রথম ইনিংসে অজি দলপতি স্টিভেন স্মিথ করেন ১১১ রান। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৫৬ রান। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ৫৭ রান। ভারতের হয়ে চারটি উইকেট নেন কুলদ্বীপ যাদব। এছাড়া, দুটি উইকেট নেন উমেস যাদব। আর একটি করে উইকেট দখল করেন ভুবনেশ্বর কুমার, অশ্বিন এবং জাদেজা।

নিজেদের প্রথম ইনিংসে ভারতের ওপেনার লোকেশ রাহুল ৬০, মুরালি বিজয় ১১ রানে বিদায় নেন। চেতশ্বর পুজারা করেন ৫৭ রান। ৪৬ রান আসে প্রথমবারের মতো ভারতকে নেতৃত্ব দেওয়া রাহানের ব্যাট থেকে। জাদেজা করেন ৬৩ রান। অশ্বিন ৩০ আর রিদ্ধিমান সাহা করেন ৩১ রান। দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় অজি বোলাররা। শেষ ১৫ রানে বাকি চার উইকেটের পতন ঘটে।

একাই পাঁচটি উইকেট দখল করেন অজি অফস্পিনার নাথান লিওন। সাহা ও জাদেজাকে ফেরানো পেসার প্যাট কামিন্স নেন তিনটি। বাকি দুই উইকেট জস হ্যাজেলউড ও স্টিভ ও’কিফির।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি অজিরা। ওপেনার ম্যাট রেনশ ৮ আর ওয়ার্নার ৬ রান করে বিদায় নেন। দলপতি স্মিথ করেন ১৭ রান। ১৮ রানে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৪৫ রান। কামিন্স ১২ আর শন মার্শ ১ রানে বিদায় নেন। ২৫ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড।

ভারতের হয়ে তিনটি করে উইকেট দখল করেন উমেস যাদব, অশ্বিন আর জাদেজা। আর একটি উইকেট যায় ভুবনেশ্বর কুমারের দখলে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।