ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন দেখা যেতে পারে সফরকারী টাইগার স্কোয়াডে। মঙ্গলবার (২৮ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

সোমবার (২৭ মার্চ) ডাম্বুলায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এমন ইঙ্গিত দিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

তিনি জানান, ‘আমরা শেষ দুই বছরে জয়ী দলের সমন্বয় (উইনিং কম্বিনেশন) নিয়ে কখনও ভাবিনি।

তাছাড়া কালকের উইকেট হয়তো এক নাও হতে পারে। আমরা সব সময় নিজেদের মাঝে বিশ্বাস রেখে এসেছি। ’

তবে একাদশে কারা আসছেন এই বিষয়টি ম্যাচের দিন (২৮ মার্চ) উইকেট দেখে তবেই ঠিক করবেন বলে জানালেন ম্যাশ, ‘আমরা একাদশ ঠিক করিনি। আগামীকাল উইকেট দেখে একাদশ ঠিক করবো। ’

উল্লেখ্য, সিরিজ নিশ্চিতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের। গত শনিবার (২৫ মার্চ) প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ।
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।