সোমবার (২৭ মার্চ) ডাম্বুলায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এমন ইঙ্গিত দিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
তিনি জানান, ‘আমরা শেষ দুই বছরে জয়ী দলের সমন্বয় (উইনিং কম্বিনেশন) নিয়ে কখনও ভাবিনি।
তবে একাদশে কারা আসছেন এই বিষয়টি ম্যাচের দিন (২৮ মার্চ) উইকেট দেখে তবেই ঠিক করবেন বলে জানালেন ম্যাশ, ‘আমরা একাদশ ঠিক করিনি। আগামীকাল উইকেট দেখে একাদশ ঠিক করবো। ’
উল্লেখ্য, সিরিজ নিশ্চিতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের। গত শনিবার (২৫ মার্চ) প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৭
এইচএল/এমআরপি