মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২’য়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক গয়েন্দ্র মল্লা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে নিজের প্রথম তিন ওভারেই তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দেন বোলার অবিনাশ করন।
প্রথম ওভারের শেষ বলে অফ সাইডে শট খেলতে গিয়ে আসিফ শেখের হাতে ধরা পড়েন আজমির আহমেদ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফ্লপ থাকলেন ঘরোয়া ক্রিকেটের এই বড় পারফরমার। তৃতীয় ওভারে শরদ ভেসকরকে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ম্যাচের অপরাজিত হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান। নিজের তৃতীয় ও দলীয় পঞ্চম ওভারে অবিনাশের শিকার এবার মোহাম্মদ মিথুন।
বর্তমানে দলের আস্থা হয়ে উইকেটে আছেন মুমিনুল হক। তার সঙ্গে উইকেটে আছেন নাজমুল হোসাইন শান্ত।
শেষ সময় পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি