ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হ্যামিল্টনে চালকের আসনে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
হ্যামিল্টনে চালকের আসনে নিউজিল্যান্ড ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টন টেস্টে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮০ রানে পাঁচ উইকেট হারিয়েছে। ফলে কিউইদের থেকে এখনও ৯৫ রানে পিছিয়ে আছে।

দ.আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রান করেছিল। জবাবে স্বাগিতকরা অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৮৯ রান করতে পারে।

ফলে লিড পায় ১৭৫ রানের।

তবে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধে করতে পারেনি। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। কিন্তু দিন শেষে দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি কক সমান ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।  

এর আগে চার উইকেট হারিয়ে ৩২১ রানে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন আরও ১৬৮ রান যোগ করে। ১৪৮ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন চতুর্থ দিন ডাবল সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে (১৭৮) থাকতে মরনে মরকেলের বলে আউট হন। কিন্তু শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোমের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে (৫৭) বড় সংগ্রহ পায় কিউইরা।  

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।