ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় থাকতে পারলে ভালো লাগত : নাসির

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
শ্রীলঙ্কায় থাকতে পারলে ভালো লাগত : নাসির নেপালের বিপক্ষে ব্যাট হাতে নাসির। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২ থেকে: জাতীয় দলের সঙ্গে তিনিও থাকতে পারতেন শ্রীলঙ্কায়। খেলতে পারতেন চলতি ওয়ানডে সিরিজেও। কিন্তু বহুদিন ধরে পারফরম্যান্স ওঠানামা করায় এক প্রকার পুনর্বাসনের মধ্য দিয়ে যাওয়া নাসির হোসাইন দলেই নেই। তবে দেশের মাঠিতে চলা ইমার্জিং টিমস এশিয়া কাপে দলের সহ অধিনায়কের ভূমিকা তার কাঁধে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনায় আছেন তিনি।

প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পাওয়া নাসির ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে অনবদ্য সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন প্রতিযোগিতা করার স্কোর।

যার ফলে ম্যান অব দ্যা ম্যাচও হয়েছেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে, ‘শ্রীলঙ্কায় থাকতে পারলে ভালো লাগতো না’-এমন প্রশ্নের উত্তরে সরাসরি বলেন, ‘হ্যাঁ, শ্রীলঙ্কায় থাকতে পারলে ভালো লাগতো। ’

তবে এরপর বললেন, ‘এখানেও ভালো লাগছে। যেখানেই খেলিনা কেনো দলের জন্যই খেলি। দলের জয়ে ভূমিকা রাখতে পারলে ভালো লাগাটা বেড়ে যায়। ’

একদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দুজনকে ভবিষ্যতে ওয়ানডেতে সুযোগ দিতেই এ টুর্নামেন্টে খেলানো হচ্ছে জানিয়েছিলেন।

কামব্যাক করা নিয়ে কিছু ভাবছেন কিনা এমন প্রশ্নে নাসির হোসাইন বলেন, ‘আমি চেষ্টা করছি কামব্যাক করার। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।