ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্ব শেষ: কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
অস্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্ব শেষ: কোহলি ছবি: সংগৃহীত

টেস্টে বিশ্বের শীর্ষ দুটি দলের মুখোমুখি লড়াই শেষ। মাঠের লড়াইয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত। কিন্তু, কথার লড়াই এখনও থামেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হাইভোল্টেজ এই লড়াইয়ের পর টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, ‘অজিদের সঙ্গে আর কোনো বন্ধুত্ব নয়। ’

চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে ছিলেন না কোহলি।

তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন আজিঙ্কা রাহানে। প্রথম ম্যাচে কোহলির দল হেরেছিল ৩৩৩ রানের ব্যবধানে। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কোহলিরা। তৃতীয় ম্যাচটি ড্র হয়। ব্যাট হাতে এই সিরিজে সফল ছিলেন না কোহলি। সিরিজ নির্ধারণী চতুর্থ বা শেষ ম্যাচটিকে ফাইনালের মর্যাদা দেওয়া হয়েছিল। সেটি জিতে সিরিজ নিজেদের করে রাখে ভারত।

এই সিরিজ নিয়ে কথার লড়াই যেমন ছিল, তেমনি ছিল মাঠের উত্তেজনাও। বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিয়ে দুই দলের বাকবিতণ্ডা হয়। রিভিউ নিতে ড্রেসিং রুমের দিকে তাকিয়েছিলেন অজি দলপতি স্টিভেন স্মিথ। দ্বিতীয় টেস্টে স্মিথকে প্রতারক বলেছিলেন ভাতরীয় দলপতি কোহলি।

দুই দেশের বোর্ডকেও সমস্যা সমাধানে বসতে হয়েছিল। চতুর্থ টেস্টের আগে কাঁধের সমস্যার কারণে সরে দাঁড়ান কোহলি। তাতে, অজি ক্রিকেটাররা এটা নিয়ে সমালোচনার পাশাপাশি বিদ্রুপও করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সান্দারল্যান্ড কোহলির আক্রমণাত্মক আচরণের পর সমালোচনা করে বলেছিলেন, সে হয়তো সরি বলতে পারে না’।

এতোসবের পর অজিদের সঙ্গে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় না বলে কোহলি মনে করেন। তিনি জানান, ‘যেটা হবার হয়ে গেছে। এ নিয়ে আর ভাববার কিছু নেই। তবে, তাদের সঙ্গে আমার আগের মতোই সম্পর্ক থাকবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে না। তবে, হয়তো কোনো একদিন এটা বদলে যাবে। ’

কোহলি আরও যোগ করেন, ‘পুরো সিরিজে আমরা ভালো করেছি। প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছি। দলের প্রতিটি সদস্য ভালো করেছে। আমরা কখনো আত্মবিশ্বাস হারাইনি। কঠিন পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ধৈর্য্য ধরেছি। আমাদের কেউ আঘাত দিলে আমরা পিছুপা হবো না। আমি আমার আবেগ সম্পর্কে জানি। এটাও জানি অজিদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানো সম্ভব না। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।