ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় সিরিজ খোয়ালো কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বৃষ্টি বাধায় সিরিজ খোয়ালো কিউইরা বৃষ্টি বাধায় সিরিজ খোয়ালো কিউইরা/ছবি: সংগৃহীত

চালকের আসনে থেকেও বৃষ্টি বাধায় দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ খোয়ালো নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের শেষ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিন শেষে ৮০ রানে পাঁচ উইকেট হারানো প্রোটিয়াদের সামনে ছিল ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জ। পিছিয়ে ছিল ৯৫ রানে।

বৃষ্টির সুবাদে ড্র নিয়ে সিরিজ (১-০) জিতে নিয়েছে ফাফ ডু প্লেসিসের দল। এর মধ্য দিয়ে ঘরের মাটিতে তিন ফরমেটেই প্রোটিয়াদের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো কিউইরা।

...একমাত্র টি-২০ জয়ের পর ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় দ. আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফেরার কাছাকাছি এসেও ব্ল্যাক ক্যাপসদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় বৃষ্টি!

...প্রথম ইনিংসে সফরকারীদের ৩১৪ রানের জবাবে কেন উইলিয়ামসনের (১৭৬) অসাধারণ ব্যাটিংয়ে ৭৫ রানের লিড নেয় নিউজিল্যান্ড। সবকটি উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে ৪৮৯ রান তোলে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।