ব্যাটিং অনুশীলনে নামার আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) পাকিস্তানের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচ আর টুর্নামেন্ট নিয়েও মনখোলা কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তান ম্যাচ নিয়ে কি ভাবছেন-এমন প্রশ্নে মুমিনুল হক বলেন, ‘লাস্ট দুটো ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি।
‘পাকিস্তান দলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছে। হারিস সোহেল আছে, রিজোয়ান আছে। একজন লেগস্পিনারও আছে। তাদের টার্গেট করতে পারলে হবে। ’-বলেন মুমিনুল হক।
পাকিস্তানের সঙ্গে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেটি মাথায় আছে মুমিনুল হকের।
বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হলে নিজের কাছে ভালো লাগবে। ’
দুই ম্যাচেই টেনে তুললেন আপনি আর নাসির। জুনিয়ররা এখনও সেভাবে খেলতে পারেনি। কারণ কী জানতে চাইলে বলেন, ‘তারা এখনও জুনিয়র। বড় টুর্নামেন্ট বলে চাপে ছিল কিছুটা। পরবর্তী ম্যাচে তারা সেটি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করি। আর তারা আমাদের কাছ থেকে বোলিং-ব্যাটিং ভালো করার বিষয়টি ধরতে পেরেছে। ’
‘আর এমনটা নয় যে ওরা পারফরমেন্স না করে এখানে এসেছে। হয়তো কিছুটা চাপ মনে করায় এমন হয়েছে। ’ জুনিয়রদের আগলে রাখলেন অধিনায়ক।
পাকিস্তানও টার্গেট করেছে মুমিনুল হক আর নাসিরকে।
এই টার্গেট প্রেশার বাড়াবে কিনা তা মুমিনুল হককে মনে করিয়ে দিতেই বলেন, ‘ন্যাশনাল টিমের হয়ে যখন টেস্ট খেলি অনেক টিমের সঙ্গে খেলি। তাই চাপ মনে করি না। ’
টুর্নামেন্টে টার্গেট কি এমন প্রশ্নের উত্তরে মুমিনুল হকের সাফ জবাব ‘আমার প্রথম টার্গেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। ’
‘আপনাদের মনে হতে পারে বেশি কিছু আশা করছি। কিন্তু আমার তা মনে হয় না। আর মাঝে মধ্যে বেশি আশা করা ভালো। ’-হাসতে হাসতে বললেন ‘পকেট ডায়নামো’!
ঘরের মাঠে টুর্নামেন্টের শেষ ম্যাচে দর্শকও আশা করছেন মুমিনুল হক।
বলেন, ‘প্রথম দুই ম্যাচে প্রচুর দর্শক হয়েছে। শেষ ম্যাচেও দর্শকরা আসবে আশা করি। তাদের সমর্থন আমাদের বাড়তি উৎসাহ জোগাবে। ’
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি