ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০’তে অলরাউন্ডার পাচ্ছে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
টি-২০’তে অলরাউন্ডার পাচ্ছে টাইগাররা মিনহাজুল আবেদীন নান্নু-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একজন অলরাউন্ডার টাইগার স্কোয়াডে নেয়া হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি কে, সেই বিষয়ে অবশ্য কিছুই জানাননি।

বুধবার (২৯মার্চ) মুঠোফোনে নান্নু জানান, ‘টি-টোয়েন্টি সিরিজে আমরা একজন অলরাউন্ডার পাঠানোর কথা ভাবছি। আগামীকাল আমরা দল দিয়ে দিব।

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে খবর চাউর হয়েছিল যে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মারুফ দলে আসছেন। বিষয়টিকে ভিত্তিহীন বলে নান্নু জানালেন ‘মেহেদি মারুফকে আমরা পাঠাচ্ছি না। ’

আসছে ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।