ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোতে টাইগাররা সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোতে টাইগাররা-ছবি:সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি আছে আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচ খেলতেই ডাম্বুলা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার বাস ভ্রমণ শেষে কলম্বোয় এসে পৌঁছায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা।

কলম্বোতে যাওয়ার সময় বাসেই ঘুমিয়ে পড়েন মাশরাফি-ছবি:সংগৃহীতবর্তমানে তারা তাজ সমুদ্র হোটেলে অবস্থান করছেন। পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের সময়েও তারা তাজ সমুদ্র হোটেলেই অবস্থান করেছিলেন।

প্রথম ওয়ানডে ম্যাচে ৯০ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি গত ২৮ মার্চ মঙ্গলবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শ্রীলঙ্কা ৪৯.৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশকে টার্গেট দেয় ৩১২ রানের। শেষ ওভারে তাসকিন আহমেদ হ্যাটট্রিক করে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ইতি ঘটান। এখন পর্যন্ত তাসকিনসহ বাংলাদেশের শুধুমাত্র পাঁচজন বোলার ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করতে সক্ষম হয়েছেন।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ৪ এবং ৬ এপ্রিল আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।