শেষ ওভারের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম বলেে আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপকে ফিরিয়ে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তিনি। তিনি ৯.৫ ওভার বল করে ৪৭ রানে মোট ৪ উইকেট নিতে সক্ষম হন।
শেষ ওয়ানডে ম্যাচ খেলতে ডাম্বুলায় রওনা দেয়ার আগে তাসকিন সাংবাদিকদের জানান, ‘আগের ওভারে ফিল্ডিং করার সময় আমি এভাবেই সব কল্পনা করছিলাম। আল্লাহর রহমতে সবকিছু আমার পরিকল্পনা মাফিকই হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আমি এর আগেও অনেক হ্যাটট্রিকের সুযোগ মিস করেছি, কিন্তু এইবার হ্যাটট্রিক বল করার আগে আমি প্রচণ্ড রিল্যাক্স ছিলাম। মন বলছিলো সব ঠিকঠাক হচ্ছে, হ্যাটট্রিকটা এবার হয়েই যাবে এবং শেষ পর্যন্ত সেটাই হলো। ’
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএমএস