ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যাটট্রিক বলে আত্মবিশ্বাসী ছিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
হ্যাটট্রিক বলে আত্মবিশ্বাসী ছিলেন তাসকিন তাসকিন আহমেদ-ছবি:সংগৃহীত

ডাম্বুলাতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফাস্ট বোলার তাসকিন আহমেদ শেষ ওভারে হ্যাটট্রিক করে শ্রীলঙ্কাকে অলআউট করেন। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তাসকিনের আক্ষেপের শেষ নেই। তবুও হ্যাটট্রিক করতে পেরে অনেক খুশি তাসকিন। হ্যাটট্রিক বল করার আগে বেশ আত্মবিশ্বাসীও ছিলেন বলেই জানিয়েছেন তিনি।

শেষ ওভারের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম বলেে আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপকে ফিরিয়ে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তিনি। তিনি ৯.৫ ওভার বল করে ৪৭ রানে মোট ৪ উইকেট নিতে সক্ষম হন।

শ্রীলঙ্কার ব্যাটিং শেষে ম্যাচের পুরোটা সময় জুড়েই চলতে থাকে বৃষ্টির দাপট। অবশেষে আউটফিল্ড পর্যবেক্ষণ করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

শেষ ওয়ানডে ম্যাচ খেলতে ডাম্বুলায় রওনা দেয়ার আগে তাসকিন সাংবাদিকদের জানান, ‘আগের ওভারে ফিল্ডিং করার সময় আমি এভাবেই সব কল্পনা করছিলাম। আল্লাহর রহমতে সবকিছু আমার পরিকল্পনা মাফিকই হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমি এর আগেও অনেক হ্যাটট্রিকের সুযোগ মিস করেছি, কিন্তু এইবার হ্যাটট্রিক বল করার আগে আমি প্রচণ্ড রিল্যাক্স ছিলাম। মন বলছিলো সব ঠিকঠাক হচ্ছে, হ্যাটট্রিকটা এবার হয়েই যাবে এবং শেষ পর্যন্ত সেটাই হলো। ’

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।