ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-কোহলির কাছে হজের ক্ষমাপ্রার্থনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ভারত-কোহলির কাছে হজের ক্ষমাপ্রার্থনা ছবি: সংগৃহীত

কাঁধের চোট নিয়ে ভারতের তিন ফরমেটের অধিনায়ক বিরাট কোহলি সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে খেলেননি। সাদা পোশাকে সিরিজে ১-১ এ সমতা থাকায় ধর্মশালার সেই ম্যাচটি দুই দলের জন্যই ফাইনালের আবহ তৈরি করেছিল।

কোহলির পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। তবে, কোহলির ইনজুরি কতটা গুরুতর সেটা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যান ব্রাড হজ জানিয়েছেন, ‘কোহলি আইপিএলের ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আর সে জন্যই হয়তো কোনো ঝুঁকি না নিয়ে চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছে। এটা ভালোর খারাপ দিক। দেশের হয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে কোহলির না থাকাটা একটু অন্যরকম ইঙ্গিত দেয়। ’

এমন মন্তব্যের পর এবার হজ মাফ চেয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, ‘আমি সমগ্র ভারতের মানুষের কাছে, ভারতীয় ভক্ত-সমর্থকদের কাছে, ভারতীয় জাতীয় দলের কাছে আর বিশেষ করে কোহলির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার করা মন্তব্যটি কাউকে ছোটো করার জন্য ছিল না। কোনো সমালোচনা করে আমি ক্রিকেটের ক্ষতির কারণ হতে চাই না। আইপিএলের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। আমি আবারো বলছি, ভারতের কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ, এই দেশের ক্রিকেটকে আমি উপভোগ করি। কোহলির নেতৃত্ব গুণে আমি মুগ্ধ। ’

আইপিএলের প্রথম ম্যাচ আগামী ৫ এপ্রিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়াদ্রাবাদের বিপক্ষে মুখোমুখি হবে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের মাঠে নামবে বেঙ্গালুরু। আইপিএলের দল গুজরাট লায়ন্সের কোচ ব্রাড হজ জানিয়েছিলেন, ‘আইপিএলের প্রথম ম্যাচ হয়তো কোহলি খেলবেন না। সে বিশ্বসেরা ব্যাটসম্যান। আমি চাই আমার দলের বিপক্ষেও সে যেন খেলতে না পারে। কারণ আমি জানি সে চলমান টেস্টে (আগের মন্তব্যে) খেলছে না পরের ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়ার জন্য। আর এই টেস্ট শেষেই কোহলির সামনে রয়েছে আইপিএলের ম্যাচ। ’

কোহলি চতুর্থ টেস্টের আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে চতুর্থ টেস্টে মাঠে নামবেন না। রাঁচিতে তৃতীয় টেস্টে কাঁধের ইনজুরি নিয়েই ব্যাট করেছিলেন কোহলি। ব্রাড হজ আরও বলেছিলেন, ‘এটা একজন ব্যাটসম্যানের কাছে খুবই স্বাভাবিক কোনো ঝুঁকি না নেওয়া। এর আগেও অনেক ক্রিকেটারকে দেখেছি, তারা আইপিএলের জন্য নিজেদের বাঁচিয়ে খেলেছে। আইপিএল বিশ্ব ক্রিকেটের জমজমাট আসর। এখানে সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি নেয়। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ফয়সালার মরণ-বাঁচন টেস্টে কোহলি নামতে পারেননি কাঁধের চোট সম্পূর্ণ সেরে না ওঠায়। আর সেটা নিয়ে সমালোচনা থেমে ছিল না। সাবেক টেস্ট ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান এবং ব্রাড হ্যাডিনও সেই সমালোচনায় যোগ দেন। জুলিয়ান জানান, ‘চতুর্থ টেস্টে কোহলি নেই বিশ্রামে থাকার জন্য। অথচ ম্যাচের প্রথম দিন তাকে মাঠে পানি নিয়ে প্রবেশ করতে দেখা গেছে। সে যদি নিজেকে পুরোপুরি বিশ্রামে রাখে, তবে কেন মাঠে যাওয়া-আসা করছে? আমি সত্যি সত্যিই কাঁধের ইনজুরিতে থাকলে এমনটি করা থেকে বিরত থাকতাম। ’ ব্রাড হ্যাডিন বলেছিলেন, ‘আমি কোহলিকে খুবই পছন্দ করি। তার কাছ থেকে এমনটি আশাও করি না। সে খুব ভালো ক্রিকেটার, ভালো অধিনায়ক। কিন্তু, আপনি অন্য কোনো টুর্নামেন্টের জন্য জাতীয় দল থেকে বাইরে থাকতে পারেন না। রাহানের দায়িত্বে এতো বড় একটি ম্যাচ কতটুকু গুরুত্ব পাবে? কোহলি কি সত্যিই ইনজুরড?’

মাঠের লড়াইয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত। কিন্তু, কথার লড়াই থামেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাইভোল্টেজ সেই লড়াইয়ের পর টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, ‘অজিদের সঙ্গে আর কোনো বন্ধুত্ব নয়। যেটা হবার হয়ে গেছে। এ নিয়ে আর ভাববার কিছু নেই। তবে, তাদের সঙ্গে আমার আগের মতোই সম্পর্ক থাকবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে না। তবে, হয়তো কোনো একদিন এটা বদলে যাবে। আমাদের কেউ আঘাত দিলে আমরা পিছপা হবো না। আমি আমার আবেগ সম্পর্কে জানি। এটাও জানি অজিদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানো সম্ভব না। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।