আইসিসি প্রকাশিত টেস্টের সবশেষ র্যাংকিংয়ে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার রাহুল। চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছিলেন ৫৭তম স্থানে থেকে।
সিরিজের সাত ইনিংসে ব্যাট করে ৩৯৩ রান করেছেন ২৪ বছর বয়সী রাহুল। তাতে ছয়টি ইনিংসেই ছিল হাফ-সেঞ্চুরি। তার সবশেষ সাত ইনিংসে স্কোরগুলো ছিল ৬৪, ১০, ৯০, ৫১, ৬৭, ৬০ ও অপরাজিত ৫১।
২৪ বছর বয়সী রাহুল এগিযে এসে ১১তম অবস্থানে থাকলেও পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি একধাপ পিছিয়ে রয়েছেন পাঁচ নম্বরে। দুইধাপ পিছিয়ে চার নম্বরে চেতশ্বর পূজারা। চারধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে গেছেন মুরালি বিজয়। তবে, ভারতীয়দের পিছিয়ে পড়াদের তালিকায় নেই আজিঙ্কা রাহানে। শেষ ম্যাচে দলের অধিনায়কের দায়িত্ব পালন করা এই টপঅর্ডার তিনধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে।
এদিকে, শীর্ষেই রয়েছেন অজি দলপতি স্টিভেন স্মিথ। এক নম্বরে থাকা স্মিথের রেটিং পয়েন্ট সর্বোচ্চ ৯৪১। দুই থেকে দশ নম্বরে রয়েছেন যথাক্রমে কেন উইলিয়ামসন, জো রুট, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, কুইন্টন ডি কক, আজহার আলি, ইউনুস খান, ডেভিড ওয়ার্নার এবং হাশিম আমলা।
বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। ৮৯৮ রেটিং নিয়ে এক নম্বরে তিনি। দুইয়ে আছেন আরেক ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন (৮৬৫)। এছাড়া তিন থেকে দশে রয়েছেন যথাক্রমে রঙ্গনা হেরাথ, জস হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, কেগিসো রাবাদা, ডেইল স্টেইন, নেইল ওয়াগনার এবং মিচেল স্টার্ক।
অলরাউন্ডার তালিকায় এক নম্বরে যথারীতি বাংলাদেশের সাকিব আল হাসান। টাইগার এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট সর্বোচ্চ ৪৩১। দুইয়ে থাকা জাদেজার রেটিং ৪২২। তিন থেকে পাঁচে রয়েছেন যথাক্রমে অশ্বিন, বেন স্টোকস আর মিচেল স্টার্ক।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৭
এমআরপি