ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আফ্রিদির সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি আফ্রিদির সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি-ছবি:সংগৃহীত

অবশেষে পাকিস্তানে পৌঁছালো মিনি বিশ্বকাপ খ্যাত ‘চ্যাম্পিয়নস ট্রফির’ শিরোপা। আর এটি রাখা হয়েছে দেশটির শহর করাচির অনাথাশ্রম ইধি হোমে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

এছাড়া ছিলেন ইধি হোমের মালিক আব্দুল সাত্তার ইধি। পাশাপাশি সংস্থাটির অনান্য কমর্কর্তা, পিসিবি অফিসিয়াল ও শিশুদের উপস্থিতিতে ট্রফিটি সাধারণ ক্রিকেট প্রেমীদের সামনে রাখা হয়।

এ সময় অনাথাশ্রমের শিশুরা শহীদ আফ্রিদি ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তুলে সময় কাটায়।

এদিকে সম্প্রতি পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমি থেকে নাম প্রত্যাহার করে শিরোনাম হন আফ্রিদি। ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

চলতি বছরের জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। গতবারের মতো এবারও ওয়ানডের সেরা আট দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।