ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপ হ্যান্ডেল করতে পারেনি সাইফ: মুমিনুল

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
চাপ হ্যান্ডেল করতে পারেনি সাইফ:  মুমিনুল অধিনায়ক মুমিনুল হক

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে: জিততে হলে শেষ বলে দরকার দুই রান। কিন্তু কোথায় বড় শট নেবে, উল্টো একটু উপর দিয়ে আসা বলটি থার্ড পয়েন্টে হালকা টোকায় এক রান নিলেন সাইফ উদ্দিন।

ফলে জেতা ম্যাচটা টাই করেই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে। ম্যাচ টাই হওয়ায় নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

ওই মুহূর্তে সাইফ উদ্দিন চাপ সহ্য করতে পারেন নি স্বীকার করেছেন অধিনায়ক মুমিনুল হকও।

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল হক বলেন, ‘ওই সব পরিস্থিতিতে আগে না খেললে এমন পরিস্থিতি বুঝে উঠা কঠিন। সাইফ ওই পরিস্থিতিতে খুব কম ক্রিকেট খেলেছে। তাই চাপের কারনে সে বিষয়টি হ্যান্ডেল করতে পারেনি। ’

টাইয়ে সন্তুষ্ট থাকলেও জিততে পারলে খুশি হতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

‘পাকিস্তানের মতো শক্ত বোলিং লাইনআপের বিপক্ষে টাই করতে পারায় আমি সন্তুষ্ট। তবে জিততে পারলে ভালো হতো। তবে সেমিফাইনালে এই ম্যাচের শিক্ষা কাজে দেবে। ’

প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না হওয়া মুমিনুল করেছেন দুর্দান্ত বোলিং। শেষ দুই ম্যাচে ব্যাটিংয়ে হাল ধরেছেন দলের। দুই ম্যাচেই তার ব্যাট থেকে এসে হাফ সেঞ্চুরি।

নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে মুমিনুল বলেন, দিনশেষে শেষ করতে আসতে পারলেই নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টি থাকে। আমার ব্যাটিং নিয়ে আমি খুশি। বিশেষ করে পাকিস্তানের মতো শক্ত বোলিং লাইনআপের বিপক্ষে খেলায়। কিন্তু জিততে না পারলে এমন ইনিংসের দাম নেই। শুধু আমি না মিথুন ভাইসহ যারা সিনিয়র আছেন সবাই যদি দায়িত্ব নিয়ে খেলি তাহলে ভালো কিছু সম্ভব। ’

সেমিফাইনাল নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই জানিয়ে মুমিনুল বলেন, এই ম্যাচের শিক্ষাকে কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭

টিএইচ/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।