ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট ২০১২ লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়ে ক্রিকেট প্রদর্শনী/ছবি: সংগৃহীত

সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তুর্ভুক্তির আবেদন করার ইঙ্গিত দিয়েছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন মনে করেন অলিম্পিকে ক্রিকেটের জায়গা করে নেওয়ার সময় এসেছে। তার চোখে বিশ্বব্যাপী খেলাটি ছড়িয়ে দেওয়ার এটাই সঠিক সময়।

১৯০০ সালের পর থেকে অলিম্পিক গেমসে নেই ক্রিকেট। সেবার স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে গোল্ড মেডেল জিতেছিল গ্রেট ব্রিটেন।

রিচার্ডসনের বিশ্বাস, বেশিরভাগ আইসিসি সদস্য অলিম্পিকে আবারো ক্রিকেট অন্তর্ভুক্তি চাইবেন। আগামী জুলাইয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আবেদনের শেষ সময় সেপ্টেম্বর।

সময়সাপেক্ষ খেলা হওয়ায় দীর্ঘ সময় ধরে অলিম্পিক ইভেন্টের বাইরে ক্রিকেট। অলিম্পিক টি-২০ টুর্নামেন্ট এ সমস্যা উত্তরণ করতে পারবে বলে আশাবাদী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এক কনফারেন্সে রিচার্ডসন বলেন, ‘আমাদের জুলাইয়ের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যাতে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারি। আমি অনুমান করছি ২০২৪ অলিম্পিক গেমসে নতুন ক্রীড়া বিবেচনা করবে আইওসি। ’

‘অামি মনে করি বেশিরভাগ সদস্যই (আইসিসি) ভাবছে, এটাই সঠিক সময় এবং ক্রিকেটকে বিশ্বব্যাপী তুলে ধরা ও বিস্তৃতির পাশাপাশি নেতিবাচক ধারণা মুছে ফেলার পরিপ্রেক্ষিতে খেলাটির সামগ্রিক সুবিধায় আমরা চূড়ান্ত পর্যায়ে এসেছি। তাই আমি আশাবাদী। ’

আগামী সেপ্টেম্বরের মিটিংয়ে ২০২৪ অলিম্পিকের আয়োজক শহর চূড়ান্ত করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্যারিস নাকি লস অ্যাঞ্জেলস জিতবে সেটিই এখন দেখার বিষয়! ওই সভায় নতুন খেলা অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় থাকবে। ২০২০ টোকিও অলিম্পিকে ফিরছে বেসবল ও সফটবল।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।