ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির দল থেকে ছিটকে গেলেন রাহুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
কোহলির দল থেকে ছিটকে গেলেন রাহুল ছবি: সংগৃহীত

আইপিএলের জায়ান্ট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসর শুরুর আগে আরেকটি দুঃসংবাদ পেল। কাঁধের চোটের কারণে দলের তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল ছিটকে পড়েছেন। দলের অধিনায়ক বিরাট কোহলিও কাঁধের ইনজুরিতে ভুগছেন।

আইপিএলের দশম আসর শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে ভারতের জমজমাট এই ঘরোয়া টি-টোয়েন্টির আসর।

উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন হায়দ্রাবাদের মুখোমুখি হবে বেঙ্গালুরু।

কাঁধের চোটের কারণে খুব শিগগিরই রাহুলকে লন্ডনে পাঠানো হবে। সেখানেই তার অস্ত্রোপচার করানো হবে। ফলে, ২৪ বছর বয়সী রাহুলের এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় কাঁধে চোট পান রাহুল। এরপরও চার ম্যাচ টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে খেলেছেন। তার আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসে ১২ রান করেছিলেন ভারতীয় এই টপঅর্ডার। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজে সাত ইনিংসে ব্যাট করেছেন এই উঠতি তারকা। আইসিসি প্রকাশিত টেস্টের সবশেষ র‌্যাংকিংয়ে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার রাহুল। চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছিলেন ৫৭তম স্থানে থেকে।

সিরিজের সাত ইনিংসে ব্যাট করে ৩৯৩ রান করেছেন ২৪ বছর বয়সী রাহুল। তাতে ছয়টি ইনিংসেই ছিল হাফ-সেঞ্চুরি। তার সবশেষ সাত ইনিংসে স্কোরগুলো ছিল ৬৪, ১০, ৯০, ৫১, ৬৭, ৬০ ও অপরাজিত ৫১।

ইনফর্ম এই ব্যাটসম্যানের বদলি হিসেবে বেঙ্গালুরু কাকে বেছে নেবে তা এখনও জানা যায়নি। গত আসরে ব্যাট হাতে দলের তৃতীয় রান সংগ্রাহক ছিলেন রাহুল। বিরাট কোহলি ও এবিডি ভিলিয়ার্সের পরেই ছিল তার নাম। ১২ ইনিংসে করেছিলেন তৃতীয় সর্বোচ্চ ৩৯৭ রান।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৩১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।