ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে উঠতে শ্রীলঙ্কার টার্গেট ১৮০ রান

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ফাইনালে উঠতে শ্রীলঙ্কার টার্গেট ১৮০ রান ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৮০ রান। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আশিথা ফার্নান্ডোর হ্যাটট্রিকে বিপর্যয়ে পড়া বাংলাদেশ আর সামলে উঠতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থেমে গেছে মাত্র ১৭৯ রানে।

বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারের প্রথম তিন বলে ফার্নান্ডো ফেরান বাংলাদেশের তিন বাহাতি আফিফ হোসাইন, মুমিনুল হক ও নাজমুল হোসাইন শান্তকে।

প্যাভিলিয়ন প্রান্ত থেকে বলা করা আশিথার শিকারের শুরু আফিফকে দিয়ে।

ব্যাটের কানায় লেগে বল ভেঙে দেয় উইকেট। পরের বলটা অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে করেন আশিথা। কিন্তু মুমিনুল খোঁচা মারতে গিয়ে ব্যাটে লেগে বল স্থান করে নেয় উইকেট কিপার সাদেরা সামারাইকরামার গ্লাভসে। আর তৃতীয় বলে দুর্দান্ত এক ইয়ার্কারে নাজমুল হোসাইন শান্তের উইকেট ছত্রখান করে দেন আশিথা। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট প্রথম হ্যাটট্রিক পেল।

২০ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখান নাসির হোসাইন। ৩৯ রানের ইনিংসে সাইফ হাসান, ইয়াসির আলী ও সাইফ উদ্দিনের সঙ্গে তিনটি ছোট্ট জুটি গড়েন তিনি।

তবে ইনিংসের ১২০ রানের মাথায় নাসির হোসাইন ডি সিলভার বলে এলবির শিকার হয়ে ফিরলে সেখান থেকে দলকে টেনে তুলেন সাইফ উদ্দিন ও আবুল হাসান রাজু। অস্টম উইকেট জুটিতে দুজন যোগ করেন রান ৭২ বলে ৫৩ রান। ৪৮ তম ওভার শেষে ১৭৩ রানে রির্টায়ার্ড হার্ট হয়ে আবুল হাসান মাঠ ছাড়লে ব্যাটিংয়ে নামেন নাইম হাসান। ৪৯ তম ওভারের পঞ্চম বলে লাহিরু সামারাকোনের বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ উদ্দিন (৩৭)। শেষ ওভারের তৃতীয় বলে নাসুম আহমেদ বোল্ড হলে আবুল হোসেন রাজু আর মাঠে না নামায় বাংলাদেশের ইনিংস শেষ হয় নয় উইকেটে ১৭৯ রানে।  

এর আগে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকাল নয়টায় শুরু হওয়া এই ম্যাচে ছিলেন না গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলা ওপেনার ব্যাটসম্যান আজমির আহমেদ। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন ইয়াসির আলী।

একাদশ থেকে আজমির বাদ পড়ায় ওপেনিংয়ে নামেন অনূর্ধ্ব ১৯ এর অধিনায়ক ও সহ অধিনায়ক যথাক্রমে সাইফ হাসান এবং আফিফ হাসান।

স্কোরবোর্ড: বাংলাদেশ ১৭৯/৯। নাসির হোসাইন-৩৯, সাইফ উদ্দিন-৩৭, সাইফ হাসান-৩২, আশিথা ফার্নান্ডো ৩২/৪।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।