ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ব্যাটিংয়ের বলে বলে আপডেট বাংলানিউজে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
টাইগারদের ব্যাটিংয়ের বলে বলে আপডেট বাংলানিউজে বাঘ-সিংহের লড়াই

বাংলাদেশ বনাম ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়েছে। টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। নিজেরা প্রথমে ব্য‍াট করে বাংলাদেশকে ২৮১ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা।

ব্যাটিংয়ে নেমে ২৮১ করতে পারলেই শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের কৃতিত্ব লাভ করবে বাংলাদেশ। একইসঙ্গে ৠাংকিং-পরিসংখ্যানেও টাইগাররা এগিয়ে যাবে অনেক।

কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের এই খেলার টাইগারদের ব্যাটিং ইনিংসের প্রতিটি বলের আপডেট দেবে বাংলানিউজ। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশের ইনিংস। বলে বলে আপডেট পেতে থাকুন banglanews24.com-এ।  

সারাক্ষণ চোখ রাখুন। টাইগারদের পাশে থাকুন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।