ইতোমধ্যে রাইজিং পুনে সুপারজায়ান্টসের ভারতীয় স্পিন সেনসেশন রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে ছিটকে গেছেন। ‘স্পোর্টস হার্নিয়া’ (কুঁচকির একধরনের চোট) সমস্যার কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এ বোলিং অলরাউন্ডার।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয় কিংস ইলিভেন পাঞ্জাবের ওপেনার মুরালি বিজয় কাঁধের ইনজুরির কারণে আইপিএল খেলতে পারছেন না। তিনিও ভারতের টেস্ট মৌসুমে দলের সঙ্গী ছিলেন।
এদিকে আইপিএলের শুরুর দিকে থাকতে পারছেন না অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও পেসার উমেশ যাদব। তাদের ইনজুরি ঠিক হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। জাদেজা বাঁহাতের আঙ্গুলে ও যাদব কোমরের ইনজুরিতে ভুগছেন। দু’জনেই তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে দুটি করে ম্যাচ খেলতে পারবেন না।
জাদেজার দল গুজরাট লায়ন্স নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে ৭ ও ৯ এপ্রিল। কাকতালিয় ভাবে যাদবের দল কলকাতা নাইট রাইডার্সও নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে ৭ ও ৯ এপ্রিল।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৭
এমএমএস