ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজের অভিষেক ওডিআই হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মিরাজের অভিষেক ওডিআই হাফসেঞ্চুরি মেহেদি হাসান মিরাজ-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেই ক্যারিয়ারের অভিষেক অর্ধশতক তুলে নিলেন টাইগার বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আর এই অর্ধশতক তুলে নিতে মিরাজ খেলেছেন ৭০ টি বল।

ইনিংসের ৪৪তম ওভারে গুনারত্নের তৃতীয় বলটি ডিপ মিড উইকেটে ফ্লিক করে ব্যাট উঁচিয়ে ধরে অর্ধশতকের উদযাপন করেন মিরাজ।  

তার ‍অর্ধশতকের মধ্যে চারের মার ছিল ৬টি।

তবে কোন ছ’য়ের মার ছিল না। বলে রাখা ভাল গত ২৫ মার্চ ডাম্বুলা রনগিরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে রঙিন পোষাকে অভিষেক হয়েছে মিরাজের।

শনিবার (১ এপ্রিল) সিংহলিজ স্পোর্টস মাঠে জয়ের জন্য স্বাগতিকদের দেয়া ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে যখন টাইগাররা দুইশো রানের নিচে গুটিয়ে অবস্থা তখন নবম উইকেটে তাসকিনকে নিয়ে ৫৪ রানের ইনিংস খেলে দলকে ২’শ রানের কোঠা পার করে দেন এই টাইগার ত্রাতা।  

তবে খুব বেশিক্ষণ নিজের ইনিংসটিকে দীর্ঘ্যায়িত করতে পারেননি। কুলাসেকারার ৪৫ তম ওভারের প্রথম বলেই গুনারত্নেরে হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫১ রানে ফিরেছেন ড্রেসিংরুমে।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।