ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বদলে গেল প্রিমিয়ার লিগের তারিখ

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বদলে গেল প্রিমিয়ার লিগের তারিখ গত মৌসুমের তারকারা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিসিডিএম কর্তৃক পূর্ব ঘোষিত তারিখ ৭ এপ্রিল বদলে  ১২ এপ্রিল থেকে দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব চাইতে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট।

শনিবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তবে তারিখ পরিবর্তনের কারণ হিসেবে তারা জানিয়েছে, ইমার্জিং এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় তাদের অংশগ্রহন নিশ্চত করতেই তারিখ বদলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

উল্লেখ্য ১২টি ক্লাবের অংশগ্রহনে আগামী ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিকেএসপির দুটি ভেন্যুসহ ফতুল্লায় অনুষ্ঠিত হবে সবগুলো খেলা। লিগে প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।